কোন ছবি পোষ্ট করে ইনস্টাগ্রামে সবচেয়ে
বেশি লাইক পাওয়ার নতুন রেকর্ড গড়েছেন মডেল কেনডাল নিকোলি জেনার। মার্কিন
টেলিভিশন তারকা ও মডেল কিম কার্দাশিয়ানকে ছাড়িয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন
তিনি। চুলে ভালোবাসার চিহ্ন আঁকা কেনডাল জেনার ইনস্টাগ্রামে পোষ্ট করা ওই
ছবিতে লাইক দিয়েছে বিশ্বজুড়ে ২৭ লাখের বেশি ইনস্টাগ্রাম ব্যবহারকারী।
এনডিটিভি'র প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এর আগে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক পাওয়ার রেকর্ডটি ছিল কানইয়ে ওয়েস্টের সঙ্গে কারদাশিয়ানের বিয়ের ছবিটি। প্রথম স্বামী কানাইয়ে ওয়েস্টের সঙ্গে বিয়েতে তোলা কিমের ওই ছবিটি লাইক পেয়েছিল প্রায় ২৫ লাখ।
উল্লেখ্য, ১৯ বছর বয়সী মডেল কেনডাল জেনার কিম কার্দাশিয়ানের সৎ বোন ও ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টনের প্রেমিকা। কিমের হাত ধরেই খ্যাতি পেয়েছেন জেনার। কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস নামের টেলিভিশন শোর মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন এই মার্কিনী।
এর আগে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক পাওয়ার রেকর্ডটি ছিল কানইয়ে ওয়েস্টের সঙ্গে কারদাশিয়ানের বিয়ের ছবিটি। প্রথম স্বামী কানাইয়ে ওয়েস্টের সঙ্গে বিয়েতে তোলা কিমের ওই ছবিটি লাইক পেয়েছিল প্রায় ২৫ লাখ।
উল্লেখ্য, ১৯ বছর বয়সী মডেল কেনডাল জেনার কিম কার্দাশিয়ানের সৎ বোন ও ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টনের প্রেমিকা। কিমের হাত ধরেই খ্যাতি পেয়েছেন জেনার। কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস নামের টেলিভিশন শোর মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন এই মার্কিনী।