ডিজে ও
সংগীত পরিচালক জেডের সঙ্গে প্রেম করার কথা স্বীকার করেছেন সেলেনা গোমেজ।
সম্প্রতি নিউজিল্যান্ডের রেডিও শো ‘দ্য এজ আফটারনুনস’ অনুষ্ঠানে
সাক্ষাত্কার দেয়ার সময় তিনি এই কথা স্বীকার করেন।
বুধবার
পিপলস ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, ২২ বছর বয়সী এই গায়িকা নিশ্চিত
করেছেন যে, চলতি বছরের শুরুর দিক থেকে জেডের (২৫) সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।
এর
আগে আরেক ডিজে ও সংগীত পরিচালক ডিপ্লো দাবি করেছিলেন, সেলেনা ও জেডের
সম্পর্কের বিষয়টি প্রচারণা চালানোর জন্য প্রকাশ করা হয়েছে। এরপরই সেলেনা
তার সম্পর্কের কথা স্বীকার করেছেন।
ডিপ্লোর মন্তব্যের বিষয়ে সেলেনা বলেছেন, সে তা বলেছে তা পুরোটাই কৌতুক। আমি তার সাথে কথা বলেছি।
তিনি বলেন, প্রথম কথা হলো, ডিপ্লো মনে করে সে আমার ব্যক্তিগত বিষয় সম্পর্কে জানে। কিন্তু আসলে তা নয়।
ডিপ্লোর
কথা সত্যি না হলে জেডের সাথে সম্পর্কের বিষয়টি জানতে চাইলে সেলেনা বলেন,
আমি জেডকে পছন্দ করি এবং তার সাথে আমার অবশ্যই কিছু একটা আছে যা সত্যিই
সুন্দর।
সম্প্রতি সেলেনার ‘গুড ফর ইউ’ বিলবোর্ডের ডিজিটাল গানের শীর্ষে স্থান করে নিয়েছে।
চলতি
বছরের শুরুর দিকে ‘আই ওয়ান্ট ইউ টু নো’তে এক সাথে কাজ করা পর থেকে সেলেনা ও
জেডের মধ্যকার প্রেমের গুঞ্জণ ছড়াতে থাকে। তারা পরস্পরের ছবি টুইটার ও
ইনস্টাগ্রামে পোস্ট করতে থাকেন। এমনকি গোল্ডেন গ্লোব পার্টিতে তারা একে
অপরের হাত ধরে এসেছিলেন। তবে তাদের সম্পর্কের ধরণটি সরাসরি প্রকাশ করেননি।
সূত্র: পিপল ম্যাগাজিন।