জহুর আহমেদ স্টেডিয়ামও বাংলাদেশের জন্য লাকী গ্রাউন্ড

S M Ashraful Azom
চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এই ভেন্যুটিও বাংলাদেশের জন্য লাকী গ্রাউন্ড। কারন এর আগে এখানে ১৭টি ম্যাচ খেলেছে বাংলাদেশ।

এরমধ্যে দু’টি ম্যাচে মাঠেই নামতে পারেনি বাংলাদেশ। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় ম্যাচ দু’টি। আর অবশিষ্ট ১৫ ম্যাচের মধ্যে ৯টিতে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ছয়টি ম্যাচে হারে।

অন্যদিকে, এই নিয়ে দ্বিতীয়বারের মত জহুর আহমেদ স্টেডিয়ামে খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। এর আগে মাত্র একবার এই ভেন্যুতে খেলেছে প্রোটিয়াসরা। ২০০৮ সালের ৯ই মার্চ তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ঐ ম্যাচটি ৯ উইকেটে জিতেছিলো প্রোটিয়াসরা।

জহুর আহমেদ স্টেডিয়ামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়া একমাত্র ম্যাচের সংক্ষিপ্ত স্কোর কার্ড :

বাংলাদেশ : ১৭৮/১০, ৪৮.২ ওভার (তামিম ইকবাল ৮২, আব্দুর রাজ্জাক ১৫, ধীমান ঘোষ ১৫, রকিবুল হাসান ১৫, আন্দ্রে নিল ৩/২৪)।

দক্ষিণ আফ্রিকা : ১৮০/১, ৩৬.৫ ওভার (গ্রায়েম স্মিথ ১০৩*, হার্শেল গিবস ৫৭, সাকিব আল হাসান ১/২৯)।

ফল : দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা)। -বাসস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top