যোগ্যদের পদোন্নতি দিতে সেনা কর্তৃপক্ষের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

S M Ashraful Azom
যোগ্যদের পদোন্নতি দিতে সেনা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। রবিবার তিনি সেনাসদর নির্বাচনী পর্ষদের বৈঠকে বলেন, পদোন্নতি 'আমার দৃঢ় বিশ্বাস, সততা ও ন্যায়পরায়ণতার সঙ্গে এই পবিত্র দায়িত্ব আপনারা পালন করবেন। যোগ্য অফিসারদের পদোন্নতির জন্য নির্বাচিত করবেন।'
 
এসময় যোগ্যতার কয়েকটি মাপকাঠিও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদোন্নতির ক্ষেত্রে পেশাগত দক্ষতা, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস, নেতৃত্ব, শৃঙ্খলা, সততা ও জাতীয় পর্যায়ে অবদানের উপর গুরুত্ব দিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
 
ঢাকা সেনানিবাসের সেনাসদর কনফারেন্স হলে ২০১৫ সালের সেনাসদর নির্বাচনী পর্ষদের বৈঠক উদ্বোধন করার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সেনা কর্মকর্তাদের পদোন্নতির জন্য পাঁচ দিনের এই কার্যক্রম ৩০ জুলাই শেষ হবে।
 
এ পর্ষদের মাধ্যমে কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদবিতে পদোন্নতির জন্য সিদ্ধান্ত নেওয়া হবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top