ছাত্রলীগের কাউন্সিল: ভোটগ্রহণ শেষ, গণনা চলছে

S M Ashraful Azom
ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনে কাউন্সিলরদের ভোটগ্রহণ শেষ হয়েছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রবিবার বেলা সোয়া ১১টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলে। এখন ভোট গণনা চলছে। গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।

কাউন্সিলের নির্বাচন কমিশনাররা জানান, নির্বাচনে মোট ৩১৩৮ জন ভোটারের মধ্যে ২৮১৯ জন ভোট দিয়েছেন। সেই হিসেবে ভোট পড়েছে ৮৯.৮৩ শতাংশ।

নির্বাচনের শুরুতে সভাপতি পদে ১৮ জন প্রার্থী এবং সাধারণ সম্পাদক পদে ৪৩ জন প্রতিদ্বন্দ্বিতা করলেও পরবর্তীতে সভাপতি পদে ১০ জন আর সাধারণ সম্পাদক পদে ১৮ জন প্রার্থী লড়ছেন। ভোটগ্রহণ চলাকালে সভাপতি পদে আটজন এবং সাধারণ সম্পাদক পদে ২৫ জন প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

ছাত্রলীগের দুই দিনব্যাপী ২৮তম জাতীয় সম্মেলনের আজ শেষ দিন। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top