মালয়েশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের সন্ধান!

S M Ashraful Azom
ভারত মহাসাগরে অবস্থিত ফরাসি অধিকৃত রিইউনিয়ন দ্বীপে খুঁজে পাওয়া ধ্বংসাবশেষ এমএইচ৩৭০ নিখোঁজ বিমানের কিনা তা নিশ্চিত হতে পরীক্ষার কাজ চলছে। দ্বীপে একটি গবেষক দল যায় এবং ধ্বংসাবশেষ পরীক্ষার জন্য ফ্রান্সে পাঠানো হয়। বুধবার ওই ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। খবর বিবিসি’র।
 
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক জানিয়েছেন, প্রাথমিক রিপোর্টে দুই মিটার দৈর্ঘ্যের টুকরোটি নিখোঁজ বিমানের বলে ধারণা করা হচ্ছে। বিমান বিশেষজ্ঞরা বলেন, ঐ ধ্বংসাবশেষটি বোয়িং ৭৭৭ এর অংশ বলেই মনে হচ্ছে। বোয়িংটি ফ্লাপেরন নামেও পরিচিত। তবে মালয়েশীয় এয়ারলাইনের পক্ষ থেকে বলা হয়েছে, এর সম্পর্কে আগে থেকেই কোন কিছু ধারণা করা ‘অপরিপক্কতামূলক’ বলে মনে করছেন তারা।
 
গত বছর মার্চ মাসে মালয়েশীয় বিমান বোয়িং ৭৭৭ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ২৩৯ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়ে যায়। এরপর সেটির আর কোন খোঁজ পাওয়া যায়নি। বিমানটিতে ২২৭ জন যাত্রীর মধ্যে ১৫৩ জন চীনা এবং ৩৮ জন মালয়েশীয় নাগরিক ছিলেন। এদিকে ইউক্রেনে আরেকটি মালয়েশীয় বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আলোচনায় অংশ নেয়া দেশটির পরিবহন মন্ত্রী লিও তিয়ং লাই বিমানটির সম্পর্কে বলেন, যে ধ্বংসাবশেষই পাওয়া যাক না কেন সে সম্পর্কে নিশ্চিত হওয়ার আগে আরো পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। এদিন মাদাগাস্কার থেকে ৬শ’ কিলোমিটার পূর্বে দুই মিটার (৬ ফুট) লম্বা একটি বস্তু পাওয়া যায়, যেটি হারিয়ে যাওয়া ঐ বিমানের সাথে সাদৃশ্যপূর্ণ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top