অনলাইন
বিশ্বের প্রায় অর্ধেক মানুষই মাসে অন্তত একবারের জন্য হলেও ফেসবুকে ঢু
মারেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এমনটাই দাবি করেছে বলে খবরে জানিয়েছে
পিটিআই।
ফেসবুকের
দাবি মাসে অন্তত এক বারের জন্য হলেও ফেসবুকে লগ ইন করেন এমন মানুষের
সংখ্যা গত তিন মাসে ১৩ শতাংশ বেড়ে প্রায় দেড় শ' কোটিতে দাঁড়িয়েছে। এই
সংখ্যাটি বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারী তিন শ' কোটি মানুষের প্রায়
অর্ধেক।
একটি
গবেষণার সূত্রে বিবিসি জানিয়েছে, বিশ্বের তিন শ কোটি নেটিজেনের মধ্যে ৬৫
শতাংশ মানুষই কোন না কোন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। ফেসবুকের
দাবি, স্মার্টফোনে মানুষ যত সময় ব্যয় করে তার মধ্যে এক পঞ্চমাংশ সময়
ফেসবুকে থাকে। সূত্র: এনডিটিভি