নকল বিতর্কে এবারে মিলা!

S M Ashraful Azom
চলতি সময়ের জনপ্রিয় পপডিভা মিলা। গায়কী আর পারফর্মেন্সের ক্ষেত্রে এদেশে মিলা-ই যে শীর্ষ অবস্থানে রয়েছেন তাতে কোনো সন্দেহ নেই। সেই শীর্ষ অবস্থান থাকা অবস্থাতেই হঠাত্ উধাও হয়ে যান তিনি। তবে দীর্ঘ বিরতির পরও মিলার সেই ক্রেজ অন্য উঠতি গায়িকারা দখলে নিতে পারেননি।
 
এদিকে মিলার দীর্ঘদিনের জুটি কম্পোজার ফুয়াদ আল মুক্তাদিরের সাথে বিচ্ছিন্ন হয়ে মিলা নিজেই নিজের অ্যালবামের কম্পোজিশনের কাজে হাত দেন। সে সময় মিলার নিজস্ব কম্পোজিশন শোনার আগ্রহও শ্রোতাদের ব্যাকুল করে। কিন্তু মিলার অ্যালবাম রিলিজ ‘হবে হচ্ছে’র ভেতরেই থাকে। একই সাথে প্রকাশক জিসিরিজের সাথেও বনিবনা ঠিক থাকে না। ফলে নিজেদের দ্বন্দ্বেই মিলার অ্যালবাম পেছাতে থাকে। এরপর মিলার ‘মাওলা’ গানটি শিল্পীর অসাধারণ গায়কী ও কম্পোজিশনের জন্য শ্রোতাপ্রিয়তা পায়। গানের ভিডিওটিও নান্দনিকতায় দর্শকমহলে প্রশংসিত হয়।
 
কিন্তু ‘আনসেন্সরড’ নামে মিলার কামব্যাক করার ঘটনায় নিজের নতুন গান নিয়ে এরই ভেতরে বিতর্কে জড়িয়ে যান। কারণ মিলার নতুন ভিডিও ‘কমলা সুন্দরী নাচে’ গানটির কম্পোজিশন হুবহু একটি বিদেশি গ্রুভ মিউজিক থেকে নকল করা। অথচ মিলার নিজের কম্পোজিশনের খবরে শিল্পী সবসময় বলে এসেছেন, ‘তার মিউজিকের সবকিছুই নিজেরই করা। নিজেই সবকিছু করছেন তিনি।’
 
কিন্তু নতুন গানের এই নকলের বিষয়টি ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে প্রকাশ পেলে এখন সে গানটি মিলা তার অ্যানসেন্ট ভার্সন বলে প্রচার করছেন। কিন্তু এ ক্ষেত্রেও প্রশ্ন থেকে যায় যে, যদি কোনো ভার্সনেই রিলিজ হয় তবে সেই ব্যান্ডের নিজস্ব ওয়েবসাইট থেকে ইউটিউবেও তা শেয়ার হবে। ফলে নকলটা ঢাকার জন্যই যে বিষয়টি করা হচ্ছে তা স্পষ্ট হচ্ছে। পাশাপাশি মিলার কাছে অপ্রত্যাশিত এই নকল চর্চায় হতাশ হয়েছে তার ভক্ত শ্রোতারাও।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top