৩২ বছরের পর বিয়েতে বিচ্ছেদের ঝুঁকি বেশি!

S M Ashraful Azom
বদলে যাচ্ছে পৃথিবী। পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে মানুষ- মানসিকতা ও সম্পর্কের রসায়নও। কিছুদিন আগেও বলা হতো কম বয়সে নয়, পরিণত বয়সে গাঁটছাড়া বাঁধলেই স্থায়ীত্ব আসে সংসারে।   কিন্তু যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইউটার নিকোলাস ওলফিঙ্গার বলছেন উল্টোকথা। সাম্প্রতিক এক গবেষণা শেষে তার দাবি, ৩২ কিংবা তারচেয়ে বেশি বয়সে বিয়ে করলে বাড়তে পারে বিচ্ছেদের ঝুঁকি। এবং সেই ঝুঁকির মাত্রা নাকি ২০ বছর কিংবা কাছাকাছি সময়ে বিয়ে করা দম্পতিদের চেয়েও অনেক বেশি।   নিজের গবেষণার ফলাফল সম্পর্কে ওলফিঙ্গার বলেন, 'আমার জানা মতে, অতি সাম্প্রতিক সময়ে তিরিশোর্ধ্ব বয়সে বিবাহিতদের বিচ্ছেদের ঝুঁকি বাড়তে শুরু করেছে। এটা একটা বিরাট পরিবর্তন।'   যুক্তরাষ্ট্রে পারিবারিক প্রবৃদ্ধির ওপর ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত করা জাতীয় জরিপের তথ্যউপাত্ত বিশ্লেষণ করে এই গবেষণাটি করেছেন ওলফিঙ্গার।   তিনি বলেন, 'গেল ২০ বছরে এই প্রবণতা অল্প অল্প করে বৃদ্ধি পেয়েছে। ২০০২ সালের একটি গবেষণা পর্যালোচনা করে দেখা যায়, তিরিশের কোঠায় গিয়ে বিয়ে করা মানুষদের মধ্যে তখনই বিচ্ছেদের ঝুঁকি বাড়তে শুরু করেছে, এর এক দশক আগের অবস্থা থেকেও যা আলাদা।'   যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব ফ্যামিলি স্টাডিজে এক ব্লগপোস্টে ওলফিঙ্গার তার এই গবেষণা উপস্থাপন করেছেন। এতে তিনি দাবি করেছেন, '৩২ বছরের আগে বিয়ে করলে বিচ্ছেদের ঝুঁকি হ্রাস পায়। এক বছর করে কমলে বিচ্ছেদের ঝুঁকি কমে ১১ শতাংশ করে। আর ৩২ এর ওপরে প্রতি বছরে ৫ শতাংশ করে ঝুঁকি বাড়ে।' সূত্র: টাইমস অব ইন্ডিয়া 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top