শ্রমিকদের কল্যাণে বিদেশি ক্রেতাদের বাংলাদেশে তৈরি পোশাকের দাম বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার নেদারল্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূত গারবেন ডি জং সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। প্রধানমন্ত্রী বলেন, গত ৬ বছরে গার্মেন্টস শ্রমিকদের মজুরি দ্বিগুণ করা হয়েছে। পাশাপাশি নারী শ্রমিকদের জন্য আবাসনের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি সরকার তাদের জন্য চাকরির বাজার সৃষ্টি করছে। তৈরি পোশাক খাতে বাংলাদেশের বৈপ্লবিক পরিবর্তনের প্রশংসা করেন রাষ্ট্রদূত গারবেন ডি জং। তাছাড়া বাংলাদেশের সমুদ্র বন্দরের উন্নয়নে, কৃষি, প্রাণিজ সম্পদ এবং ভূমি উদ্ধার খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত।