গ্রিসে নতুন অর্থ সয়াতার বিনিময়ে কিছু সংস্কারের পক্ষে দেশটির পার্লামেন্টে ব্যাপক ভোট পড়েছে। সে নিয়ে গতকাল (বুধবার) গভীর রাত পর্যন্ত গ্রীসের পার্লামেন্টে বিতর্ক করেছেন দেশটির এমপিরা। বিরোধীদের ভোটেই তার পরিকল্পনা নিয়ে জিতেছেন গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস। তার নিজের দল সিরিজার ৩০ জন সাংসদ তার পরিকল্পনার বিপক্ষে ভোট দিয়েছে। দেশটির ব্যাংকিং খাত এবং বিচার বিভাগকে পুনর্গঠনের কথা ভাবছে গ্রিস। এদিকে গ্রিসের ব্যাংকগুলোকে বাঁচাতে নগদ ঋণ সহায়তার পরিমাণ বাড়িয়ে নয়শ মিলিয়ন ইউরো করেছে ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক। অর্থ সহায়তার বিষয়ে ইয়োরোপীয় দেশগুলোর সাথে আবার আলাপ হবে শুক্রবার। বিবিসি।