পল্টন থানার তিন মামলায় বিএনপির
ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেয়া জামিন
বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ছয় সপ্তাহের জন্য ওই জামিন বহাল
রাখা হয়। এই সময়ের মধ্যে মির্জা ফখরুল উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে
পারবেন। আদালত বলেছে, এই সময় সীমা শেষ হলে তাকে আত্মসমর্পন করতে হবে।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
গত
২১ জুন হাইকোর্ট মির্জা ফখরুলকে তিন মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দেয়।
এই জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে আপিল বিভাগ ফখরুলের
মেডিকেল রিপোর্ট তলব করে। আজ ওই রিপোর্ট পর্যালোচনা করে আপিল বিভাগ ফখরুলকে
দেয়া হাইকোর্টের জামিন ছয় সপ্তাহ বহাল রাখে।