বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল চট্টগ্রামে

S M Ashraful Azom
ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ এবং প্রথম টেস্ট খেলতে সোমবার বিকেলে চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। শাহ-আমানত বিমানবন্দরে বিকেল চারটার কিছুক্ষণ আগে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দল চট্টগ্রামে পৌঁছায়। এসময় দু’দলকে বিসিবির স্থানীয় কর্মকর্তারা স্বাগত জানান।

ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের টি-২০ সিরিজটি ২-০ ব্যবধানে জিতে প্রোটিয়ারা। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় দিয়ে শুরু করেছিলো সফরকারীরা। ৮ উইকেটে প্রথম ওয়ানডে জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।

এরপর দ্বিতীয় ওয়ানডে ম্যাচ জিতে বাংলাদেশ। ৭ উইকেটে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনে টাইগাররা। ফলে ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে।

চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরি স্টেডিয়ামে আগামী বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে সিরিজ শেষে দু’ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। প্রথম টেস্টটিও অনুষ্ঠিত হবে জহুর আহমদ চৌধুরি স্টেডিয়ামে। ২১ জুলাই থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।


প্রথম টেস্ট শেষে ২৬ জুলাই ঢাকায় ফেরার কথা রয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। আর ৩০ জুলাই মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে তারা।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top