ফের বিস্ফোরণ ঘটাতে হাজির “গাণ্ডু” নির্মাতা কৌশিক!

S M Ashraful Azom


বেশ কিছুদিননিরুদ্দেশথাকার পর ফের রুপালি পর্দায় বিস্ফোরণ ঘটাতে হাজিরগাণ্ডুনির্মাতা কৌশিক। পরিচালক নিকনের সঙ্গে জুটি বেঁধে তাঁর নতুন ছবিলুডোমুক্তি পাওয়ার আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছে গিয়েছেন ব্যতিক্রমী পরিচালক। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার
গতানুগতিকতার চেনা চৌহদ্দি ছাড়িয়ে দর্শককে ব্যতিক্রমী কিছু চিন্তা করার খোরাক জোগাতে বরাবরই সচেষ্ট পরিচালক কৌশিক।তাসের দেশ’, ‘গাণ্ড মতো ছবির বদৌলতে মাত্র কয়েক বছরে ছবি নির্দেশনায় ভিন্ন রেখাপাত করতে সফল তিনি। তাঁর সাম্প্রতিক ছবিলুডোনিয়ে যথারীতি দর্শকের প্রত্যাশাও মাত্রাছাড়া
সদ্য মুক্তি পাওয়া ট্রেলারে রয়েছে বড়সড় চমক। তাঁর এযাবৎ মুক্তিপ্রাপ্ত ছবির বিষয়বস্তু চরম বাস্তবতায় সোচ্চার। কিন্তুলুডো পরিচিত চিন্তাধারা ছেড়ে বাস্তব-পরাবাস্তবের সীমা অনায়াসে অতিক্রম করে গিয়েছেন কিউ
মূলত ফ্যান্টাসি ধর্মী এই ছবি দর্শককে একই সঙ্গে আতঙ্কে দিশেহারা মুগ্ধ করবে বলে মনে করা হচ্ছে। পরিচালকদের সিগনেচার কথনের সুবাদে ছবির প্রতি ফ্রেমে মিলবে অপ্রত্যাশিত নাটকীয় সমাহার
ছবি পরিচালনায় এবার কৌশিকের সঙ্গী তাঁর দীর্ঘ দিনের সহকর্মী নিকন। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ততাসের দেশ’- নিকনের অনবদ্য এডিটিংয়ে মুগ্ধ হয়েছিলেন আন্তর্জাতিক মুভি সমালোচকরা। এছাড়াবিষ’, ‘লাভ ইন ইন্ডিয়া’- মতো ছবিতে সম্পাদনায় তাঁর মুন্সিয়ানা ফিল্ম বোদ্ধাদের নজর কেড়েছে। এবারলুডো ক্যামেরার পিছনে পরিচালকের ভূমিকায় এসআরএফটিআই প্রাক্তনী তথা ভ্যাঙ্কুভারের এমিলি কার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিকনের অবদানের সাক্ষী থাকতে উদগ্রীব আপামর চলচ্চিত্র দুনিয়া
লুডোছবিতে -কে দেখা যাবে সম্পূর্ণ অচেনা এক চরিত্রে। এমন চরিত্রে ভারতীয় ছবির কোনও নায়িকাকে এর আগে অভিনয় করতে দেখা যায়নি বলে দাবি প্রযোজক সেলিন লুপ (ওভারডোজ জয়েন্ট) এবং নন্দিনী মানসিংকা (আইডিয়াবুস্টার)-এর

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top