কায়রোর কাছে নীলনদে বার্জের ধাক্কায় ছোট একটি নৌকাডুবে অন্ততপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার মিশরীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, রাজধানী কায়রো থেকে নদী পাড়ি দিয়ে যাওয়ার সময় গিজার কাছে ওই দুটি নৌযানের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে। নৌকাটিতে কমপক্ষে ৩০ জন যাত্রী ছিলেন। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম আবদেল গাফ্ফার বলেন, দুর্ঘটনাস্থলে ১৬টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। পাশাপাশি দুটি নৌকা উদ্ধার তৎপরতায় নিয়োজিত রয়েছে।