ভারতে ধর্ষক ও ধর্ষিতার মধ্যে মধ্যস্থতার রায় প্রত্যাহার

S M Ashraful Azom
ধর্ষণ নিয়ে বিতর্কিত একটি রায় প্রত্যাহার করেছে ভারতে মাদ্রাজ হাইকোর্ট। এই রায়ে একটি ধর্ষণের মামলায় ধর্ষকের সঙ্গে ধর্ষিতার মধ্যস্থতার কথা বলে ধর্ষককে জামিন দেয়া হয়েছিল।
 
রায় দেয়ার পর দিনই দেশটির সুপ্রিমকোর্টে রায়ের তীব্র সমালোচনা করা হয়। সমালোচনা চলে ভারতজুড়ে। শেষপর্যন্ত চাপে পড়ে নিজেদের অবস্থান থেকে এলো মাদ্রাজ হাইকোর্ট।
 
দেশটির একটি খবরের চ্যানেলের রিপোর্ট অনুযায়ী ওই ধর্ষকের জামিন বাতিল করেছে মাদ্রাজ হাইকোর্ট। প্রথমে মধ্যস্থতা সুযোগ দিয়ে ধর্ষকের জামিনের আবেদন মঞ্জুর করা হয়। ধর্ষিতার সঙ্গে দেখা করে 'মিটমাট' করে নেয়ার নির্দেশ দেয় আদালত। আজ সেই রায়ই প্রত্যাহার করা হল।
 
নতুন রায় অনুযায়ী আগামী ১৩ জুলাইয়ের মধ্যে আত্মসমর্পণ করতে হবে ধর্ষককে।
২০০২ সালে এক কিশোরীকে ধর্ষণ করে জেলে যায় ওই ব্যক্তি। মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি পি দেবদাস ধর্ষিতার সঙ্গে মধ্যস্থতা করতে জেল ত্যাগ করতে অনুমতি দেন ধর্ষককে।
 
এর আগেও এই ধরণের রায় দিয়েছেন ওই বিচারক। যেখানে ধর্ষিতাকে বিয়ে করতে রাজি হয়েছিল তাঁর ধর্ষক। তাঁর মতে এই রায় এই ধরণের মামলার 'সুখী সমাধান'।
 
মধ্যপ্রদেশের একই ধরণের একটি মামলার শুনানির সময় মাদ্রাজ হাইকোর্টের এই রায়ের কথা গোচরে আসে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের পক্ষ থেকে এই রায়ের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। বলা হয় এই ধরনের রায় নারীদের জন্য অত্যন্ত অসম্মানজনক এবং বেআইনি। সূত্র: জি নিউজ

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top