ঈদ ব্যস্ততার প্রায় শেষ পর্যায় ছোটপর্দার তারকারা। প্রতিবছরের মতো এবারও একাধিক নাটক নিয়ে ব্যস্ত ছিলেন ছোটপর্দার প্রিয় মুখ নাঈম। প্রায় হাফ ডজন নাটকে দেখা যাবে তাকে এবং এবারও পর্দায় দেখা যাবে নাঈম-মেহজাবীন জুটিকে।
চ্যানেল আইতে ঈদের পঞ্চম দিন প্রচার হবে ঈদের বিশেষ নাটক ‘ম্যাচিউরড’। রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটকটি।
মেহজাবীনের সাথে কাজ প্রসঙ্গে নাঈম বলেন, ‘মেহজাবীন খুব ভালো একজন সহশিল্পী। দর্শকরা আমাদের রসায়ন পছন্দ করে বলেই হয়তো কাজের পরিমাণটা বেশি।’ এবার ঈদেও শতাধিক নাটক-টেলিফিল্ম প্রচার হবে চ্যানেলগুলোতে। নাটকের মানের বিষয়েও সমালোচনা উঠেছে এবারও।
এ প্রসঙ্গে নাঈম বলেন, ‘চ্যানেল বাড়ার সাথে সাথে নাটক ও প্রতিযোগিতা বাড়ছে। নাটকের মান নিয়ে প্রশ্ন উঠলেও ভালো নাটকের সংখ্যা কিন্তু কম না। আর প্রতিবারই বিজ্ঞাপনের একটি বিরক্তি থাকেই। বিজ্ঞাপনের জন্য নাটক বিচার করার সুযোগ দর্শক পায় না। তাই চ্যানেলগুলোর উচিত পরিকল্পনায় পরিবর্তন আনা।’
চ্যানেল আইতে ঈদের পঞ্চম দিন প্রচার হবে ঈদের বিশেষ নাটক ‘ম্যাচিউরড’। রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটকটি।
মেহজাবীনের সাথে কাজ প্রসঙ্গে নাঈম বলেন, ‘মেহজাবীন খুব ভালো একজন সহশিল্পী। দর্শকরা আমাদের রসায়ন পছন্দ করে বলেই হয়তো কাজের পরিমাণটা বেশি।’ এবার ঈদেও শতাধিক নাটক-টেলিফিল্ম প্রচার হবে চ্যানেলগুলোতে। নাটকের মানের বিষয়েও সমালোচনা উঠেছে এবারও।
এ প্রসঙ্গে নাঈম বলেন, ‘চ্যানেল বাড়ার সাথে সাথে নাটক ও প্রতিযোগিতা বাড়ছে। নাটকের মান নিয়ে প্রশ্ন উঠলেও ভালো নাটকের সংখ্যা কিন্তু কম না। আর প্রতিবারই বিজ্ঞাপনের একটি বিরক্তি থাকেই। বিজ্ঞাপনের জন্য নাটক বিচার করার সুযোগ দর্শক পায় না। তাই চ্যানেলগুলোর উচিত পরিকল্পনায় পরিবর্তন আনা।’