হুমকির মুখে আন্তর্জাতিক দ্বিপক্ষীয় সিরিজ: রিচার্ডসন

S M Ashraful Azom
আইপিএল, বিগ ব্যাশ এবং সিপিএলসহ ঘরোয়া টি-টোয়েন্টি লিগগুলোর ক্রমবর্ধমান জনপ্রিয়তা আন্তর্জাতিক দ্বিপক্ষীয় সিরিজগুলোকে হুমকির মুখে ফেলেছে বলে মনে করেন আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি’র প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন।
ইএসপিএনকে দেয়া এক সাক্ষাত্কারে রিচার্ডসন বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের প্রেক্ষাপট কয়েক বছরে, বিশেষকরে সাম্প্রতিক সময়ে আইপিএল, বিগ ব্যাশ এবং সিপিএল’র মতো ঘরোয়া টি-টোয়েন্টি লিগগুলোর উত্থান এবং জনপ্রিয়তার কারণে পাল্টে গেছে। জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী অ্যাশেজ কিংবা ভারতের সঙ্গে অন্যান্য বড় পূর্ণ সদস্যদের মধ্যকার সিরিজ ছাড়া অনেক দ্বিপক্ষীয় সিরিজের প্রাসঙ্গিকতা নেই বলে মনে হচ্ছে। অধিকাংশ সিরিজে বিশেষকরে টেস্ট ক্রিকেটে দর্শক উপস্থিতি কমে গেছে।’
আগামী অক্টোবর মাসে আইসিসি সভায় দ্বিপক্ষীয় ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা ধরে রাখার বিষয়টি সর্বোচ্চ  গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে বলে জানান রিচার্ডসন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top