দ্রুতগতির ইন্টারনেট সেবা দিতে জয়ের গুরুত্বারোপ

S M Ashraful Azom
চলমান ডিজিটালাইজেশন প্রক্রিয়া কার্যকরভাবে সকলের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য ইন্টারনেট সার্ভিস দ্রুততর করার ওপর জোর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ নির্মাণে সরকার নিরলসভাবে কাজ করছে এবং লক্ষ্য অর্জনে সরকার সবকিছুই করবে।

বৃহস্পতিবার সকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। প্রতিমন্ত্রী তারানা হালিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরী, অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহফুজুর রহমান অংশ নেন।

জয় বলেন, বর্তমানে অবৈধ ভিওআইপি ব্যবসা সন্তোষজনকভাবে হ্রাস পেয়েছে। তবে এখনো আমরা এ থেকে পুরোপুরি মুক্তি পাইনি। এ অবস্থা থেকে পুরোপুরি মুক্তি পেতে এবং টেলিযোগাযোগ খাতকে দুর্নীতি মুক্ত করতে তিনি সকলের সহযোগিতা চান।

সজীব ওয়াজেদ জয় মন্ত্রণালয়ে পৌঁছালে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। বৈঠকে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক একটি ভিডিও প্রদর্শন করা হয়।-বাসস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top