ইরানে প্রবল বৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তরের পার্বত্য এলাকায় এ ঘটনা ঘটে। ইরানী গণমাধ্যমের বরাত দিয়ে পাকিস্তানী গণমাধ্যম ডন সোমবার এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, রবিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টিপাতে তেহরান, আলব্রুজ ও কাজভিন প্রদেশের অনেক এলাকা প্লাবিত হয়েছে। এতে এক চীনা নাগরিকসহ ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে দেশটির কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন। কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার দেশটির সরকারি গণমাধ্যম ইরনা জানিয়েছে, মৃতদের মধ্যে দুই নারীও রয়েছেন। এ ছাড়া কমপক্ষে ২০টি গাড়ি বন্যার পানিতে ভেসে গেছে। ওইসব গাড়িতে অনেক লোক ছিলেন। ভেসে যাওয়া গাড়িগুলো মধ্যে একটি বিয়ের গাড়িও ছিল। বন্যাকবলিত এলাকায় উদ্ধার অভিযান চলছে। ওই সব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।