‘আজহার’ এর সংগীতা হচ্ছেন নার্গিস

S M Ashraful Azom
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের জীবন নিয়ে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। আর এতে আজহারের সাবেক স্ত্রী ও অভিনেত্রী সংগীতা বিজলানির ভূমিকায় অভিনয় করবেন নার্গিস ফাখরি।
 
সম্প্রতি সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, সংগীতা বিজলানির চরিত্রে অভিনযের জন্য আমার নার্গিস ফখরিকে চূড়ান্ত করেছি। লুক, স্টাইল ও গ্লামারের দিক থেকে বিবেচনা করে তাকে বাছঅই করা হয়েছে। সে একজন মেধাবী অভিনেত্রী। তাকে আমরা নিতে পেরে খুশি।
 
সংগীতা বিজলানির চরিত্রে অভিনয়ের জন্য এর আগে শোনা গেছে কারিনা কাপুর খান, জ্যাকুলিন ফারনান্দেজ এবং ' নিম্রাত কাউরের নাম।
 
সূত্র আরো জানিয়েছে, নার্গিস ছাড়া আরো একজন অভিনেত্রী থাকবেন এই সিনেমায়। এখনও চূড়ান্ত না হলেও চরিত্রের জন্য প্রতিষ্ঠিত কাউকে খুঁজছেন নির্মাতারা।
 
সাবেক ক্রিকেটার আজহারের পেশাগত ও ব্যক্তিগত জীবন ‘আজহার’ ছবিতে উঠে আসবে। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন ইমরান হাশমি। টনি ডি সুজার পরিচালনায় সিনেমাটির শুটিং শুরু হবে আগস্ট থেকে। সূত্র: পিটিআই।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top