অনুশীলন করলো দক্ষিণ আফ্রিকা

S M Ashraful Azom
২১ জুলাই চট্টগ্রামে শুরু প্রথম টেস্ট।হাতে সময় অনেক। কালই সবে ওয়ানডে সিরিজ শেষ করেছে দল। ওয়ানডে দলের অনেকেই আছেন টেস্ট স্কোয়াডে। তাদের শরীরে এখনও সিরিজ হারের ক্লান্তি। কিন্তু তারপরেও একদিনের বিশ্রাম না নিয়ে আজ সকাল ১১ টায় অনুশীলনে নেমে পড়লেন আমলা-ডেইল স্টেইনরা। গতকাল ডেল স্টেইনসহ দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের ৮ ক্রিকেটার সন্ধ্যায় চট্টগ্রাম পৌঁছান। এ দিকে প্রোটিয়াদের টেস্ট দলে জায়গা পাওয়া ৯ ওয়ানডে ক্রিকেটার আজ সকাল সাড়ে আটটায় শাহ-আমানত বিমানবন্দর থেকে নিজ দেশের উদ্দেশ্যে রওয়ানা হন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটা জিতলেও পরের দুই ম্যাচে শোচনীয়ভাবে হেরে যায় প্রোটিয়া। ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড: ফাফ ডু প্লেসি, জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, অ্যারণ ফ্যাঙ্গিসো, কাগিসো রাবাদা, হাশিম আমলা (অধিনায়ক), ডিল এলগার, রিজা হেনড্রিকস, স্টিয়ান ভ্যান জাইল, ভারনন ফিল্যান্ডার, ডেল স্টেইন, সিমন হারমার, থিম্বা বাভুমা, ডেন ভিলাস। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top