সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে আগামীকাল রবিবার পাঁচ ম্যাচ ওডিআই সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা ও সফরকারী পাকিস্তান। প্রথম ম্যাচে পাকিস্তান এবং দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা জয় লাভ করায় সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। তাই সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই কলম্বোর আর . প্রেমাদাসা স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় বিকেল তিনটায় মাঠে নামবে উভয় দল। এর আগে তিন ম্যাচ টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে সফরকারী পাকিস্তান। ওয়ানডে সিরিজ শেষে দুই ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে এই দুই দল।