উচ্চমধ্যম আয়ের দেশ গড়তে কাজ করছে সরকার

S M Ashraful Azom
উচ্চমধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দরবারে দেওয়া বক্তৃতায় তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা রাজনীতি করি। জনগণ আমাদের মূলশক্তি। এই জনগণ থেকে যেনো বিচ্ছিন্ন না হয়ে যাই। দায়িত্ব পালনকালে এই বিষয়টি খেয়াল রাখবেন।’ তিনি বলেন, ‘জনগণের জন্য কাজ করাই আমাদের রাজনীতি। এর আগেও আমাকে হত্যার অনেক চেষ্টা হয়েছে। তাই নিরাপত্তা দেবেন ঠিকই। তবে জনগণ থেকে যেনো বিচ্ছিন্ন না হই। বিচ্ছিণ্ন হয়ে গেলে আমার বেঁচে থাকার অর্থ নেই।’ দরবার শেষে প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথি ও এসএসএসফ সদস্যদের সাথে প্রীতিভোজে অংশ নেন। ১৯৮৬ সালে গঠিত এলিট ফোর্স এসএসএফ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং সরকার কর্তৃক ঘোষিত অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা দিয়ে থাকে। দরবারে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ, ৩ বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ আমান হাসান উপস্থিত ছিলেন। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top