ঈদের পরও দেশের পুঁজিবাজারে চাঙ্গাভাব অব্যাহত রয়েছে। সপ্তাহের শেষ দিনে বৃহস্পতিবার ইতিবাচক প্রবণতা অব্যাহত ছিল দেশের শেয়ারবাজারে। আগের কয়েক দিনের ধারাবাহিকতায় আজও সূচক বেড়েছে দুই স্টক এক্সচেঞ্জে। সেই সঙ্গে লেনদেন বেড়েছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। বৃহস্পতিবার দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮১৩ কোটি টাকা, যা বুধবারের চেয়ে ৯৮ কোটি টাকা বেশি। ডিএসইর এই লেনদেন দেড় মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ ১ জুন ডিএসইতে ১ হাজার ২৩ কোটি টাকার লেনদেন হয়। ডিএসইর পাশাপাশি সিএসইতেও আজ লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বুধবারের চেয়ে ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮০৮ পয়েন্টে। আর সিএসইর সার্বিক মূল্যসূচক ১৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৭১৯ পয়েন্টে। সকাল থেকে দুই স্টক এক্সচেঞ্জেই সূচক ও লেনদেনে ছিল ঊর্ধ্বগতি। ডিএসইতে আজ ৩১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৭৭ টির আর কমেছে ১০০টির।অপরিবর্তিত ছিল ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে এদিন লেনদেনে শীর্ষ অবস্থানে ছিল লাফার্জ সুরমা সিমেন্ট। লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা, আরএকে সিরামিকস, এসিআই, খুলনা পাওয়ার কোম্পানি, গ্রামীণফোন, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, রেনাটা, বিএসআরএম স্টিল, ইসলামী ব্যাংক প্রভৃতি।