ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন

S M Ashraful Azom
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করেছেন। শনিবার নরসিংদী জেলা শিল্পকলা একাডেমীতে আনুষ্ঠানিকভাবে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী লেঃ কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম (বীর প্রতীক)।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নির্বাচন কমিশনার মোঃ শাহ নেওয়াজ, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান, নির্বাচন কমিশনার সচিবালয়ের অতিরিক্ত সচিব মোঃ মোখলেছুর রহমান, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিভাগের মহাপরিচালক ব্রি: জে: সুলতানুজ্জামান, নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, পুলিশ সুপার আমেনা বেগম প্রমুখ।

নির্বাচন কমিশন সূত্র জানায়, শনিবার থেকে তথ্য সংগ্রহকারীহর বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু করেছেন। ১ জানুয়ারি ২০০০ বা তার পূর্বে জন্মগ্রহণকারী এবং ইতিপূর্বে যারা ভোটার হননি ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ সময় মৃত ভোটারদেরও তথ্য সংগ্রহ করা হবে এবং তাদের নাম ভোটার তালিকা হতে বাদ দেয়া হয়ে।

বাসস্থান পরিবর্তন জনিত কারণে ভোটার এলাকা পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট উপজেলা অথবা থানা নির্বাচন অফিসে নির্দিষ্ট ফরমে আবেদন করে তা পরিবর্তন করতে পারবেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top