শুরু থেকেই বোঝা যাচ্ছিল দারুণ স্ত্রী ভক্ত হবেন শহিদ কাপুর। বিয়ের অনুষ্ঠান থেকে রিসেপশন পার্টিতেও দেখা গেছে তিনি বউকে ছাড়া এক পাও এদিক সেদিক হননি। এবারে তার স্ত্রী ভক্তির নতুন নমুনা দেখলো বলিউড। এমনিতেই ফিটনেস ঠিকঠাক রাখতে নিয়মিত ব্যায়াম করতে হয় সেলিব্রেটিদের। শহিদও এর বাইরে নন। তাই বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতে না হতেই জিমে যাওয়া শুরু করেছেন তিনি। তবে সেখানেও তার সঙ্গী স্ত্রী মিরা। মিডিয়ার কল্যাণে সেই ছবি ছড়িয়ে পরেছে নানা মাধ্যমে। আর তা দেখে অনেকেই বলছেন, মিরার ভাগ্যই বটে। এর আগে বিয়ের অনুষ্ঠান ছাড়া বিয়ের পর দিল্লি বিমানবন্দরে সাংবাদিকদেক ক্যামেরায় ধরা পড়েছিলেন অ্যারেঞ্জড লাভ বার্ড শহিদ-মিরা। কিছুদিন আগে আবার বান্দ্রায় জিমের বাইরে দেখা যায় দুজনকে। এখানেও দুজনে দুজনের হাত ধরে রেখেছিলেন। ওয়ার্ক আউটের পোশাকেই আলোকচিত্রীদের ক্যামেরায় বন্দি হন শাহিদ-মিরা। জানা গেছে, আলোকচিত্রিদের দেখার সঙ্গে প্রায় দৌড়ে গাড়িতে উঠে পড়লেন নবদম্পতি। গত ৭ জুলাই পরিবার ও ঘণিষ্ঠ বন্ধুদের নিয়ে দিল্লিতে সাত পাকে বাঁধা পড়েছিলেন শহিদ ও দিল্লির মেয়ে মিরা। এরপর মুম্বাইয়ের প্যালাডিয়াম হোটেলে বলিউডের জন্য একটি রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন শহিদ।