র‍্যাঙ্কিংয়ে লিটন-জুবায়েরের দারুণ উন্নতি

S M Ashraful Azom
শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত দলীয় সাফল্য বৃষ্টির কারণে অর্জিত না হলেও চট্টগ্রাম টেস্ট থেকে ব্যক্তিগতভাবে দারুণ লাভবান হয়েছেন লিটন দাস ও জুবায়ের হোসেন লিখন। টেস্ট র‍্যাঙ্কিংয়ে চোখে পড়ার মতো উন্নতি হয়েছে ব্যাটিং-বোলিংয়ের দুই উঠতি তারকার। এগিয়েছেন ম্যাচে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সংগ্রাহক মাহমুদুল্লাহ রিয়াদও।
রবিবার আইসিসির সর্বশেষ প্রকাশিত টেস্ট র‍্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়েছেন লিটন। ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের ৮০ নম্বরে আছেন তিনি। আর লেগস্পিনার জুবায়ের সাত ধাপ এগিয়ে এখন আছেন বোলারদের র‍্যাঙ্কিংয়ের ৫২তম স্থানে।
উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে অর্ধশতক করেন। টেস্ট ক্যারিয়ারে এটা প্রথম অর্ধশতক ছিল তার। ইদানিং মুশফিকুর রহীমের বদলে নিয়মিতই উইকেটের পেছনে দাঁড়ানো লিটনের পাশাপাশি উন্নতি হয়েছে জুবায়ের হোসেনেরও।
জুবায়ের দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৫৩ রানে ৩ উইকেট নেন। চার উইকেট পেয়েছিলেন অভিষিক্ত পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিং তামিম ইকবালের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ৫৭ রান করা তামিম এক ধাপ এগিয়ে এখন আছেন ২৬তম স্থানে।
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ মুমিনুল হকের ৩ ধাপ অবনতি হয়েছে। এখন তিনি আছেন ২৭তম স্থানে। এক ধাপ এগিয়ে ২৮তম স্থানে আছেন সাকিব আল হাসান। মুশফিকুর রহিম সেই আগের ৪৯তম স্থানেই আছেন। আর ৩ ধাপ এগিয়ে মুশফিকের সঙ্গে আছেন মাহমুদুল্লাহ।
ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের সেরা দশে কোনো পরিবর্তন হয়নি। অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ শীর্ষস্থান ধরে রেখেছেন। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে না খেলা এবি ডি ভিলিয়ার্স দ্বিতীয় স্থানেই আছেন। এই সিরিজে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা যথারীতি আছেন তৃতীয় স্থানেই।
বোলিংয়ে বাংলাদেশের পক্ষে সেরা সাকিব আল হাসান তার পঞ্চদশ স্থানেই আছেন। এক ধাপ অবনতি হয়েছে তাইজুল ইসলামের। বাঁহাতি এই স্পিনার এখন আছেন ৪১তম স্থানে।
সব মিলে সবার উপরে আছেন ডেল স্টেইন। প্রোটিয়া এই পেসারের পরে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। পরের তিনটি জায়গায় আছেন যথাক্রমে পাকিস্তানের বাঁহাতি স্পিনার ইয়াসির শাহ, অস্ট্রেলিয়ার মিচেল জনসন এবং ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। এই মুহূর্তে দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুতি নিতে থাকা প্রোটিয়া দলের আরো দু’জন আছেন সেরা দশে। তারা হলেন ভার্নন ফিল্যান্ডার এবং মরনে মরকেল।
অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার ভার্নন ফিল্যান্ডার। এরপর যথাক্রমে আছেন রবিচন্দ্রন অশ্বিন, মিচেল জনসন ও স্টুয়ার্ট ব্রড। সূত্র: ওয়েবসাইট

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top