‘ভারত ব্রহ্মপুত্রের উজানে বাঁধ দিলে মরুভূমি হবে বাংলাদেশ’

S M Ashraful Azom
ব্রহ্মপুত্র নদের উজানে ভারতের তিনটি আন্তঃনদী প্রকল্প চালুর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। একই সঙ্গে এই ইস্যুতে জরুরি ভিত্তিতে ভারতের সঙ্গে আলোচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
 
বুধবার রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এই উদ্বেগ প্রকাশ করেন।
 
আসাদুজ্জামান রিপন বলেন, ‘১৩ জুলাই ভারতের কেন্দ্রীয় সেচমন্ত্রীর বরাত দিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, ভারত-বাংলাদেশের সঙ্গে অভিন্ন তিনটি নদীর উজানে বাঁধ দিয়ে আন্তঃনদী সংযোগ প্রকল্প চালু করতে যাচ্ছে। বর্ষা মৌসুমে এই নদীগুলোর পানির প্রবাহ তারা তাদের অন্য রাজ্যের নদীগুলোতে টেনে নিয়ে যাবে। এটি চালু হলে বাংলাদেশের পরিবেশের ভয়াবহ বিপর্যয় ঘটবে। শুষ্ক মৌসুমে বাংলাদেশ মরুভূমিতে পরিণত হবে। ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য মৃত্যুদণ্ডের সমতুল্য।’
 
ড. রিপন বলেন, ‘পানির এই ইস্যুটি শুধু চিঠি চালাচালির বিষয় নয়, এখানে উদ্বেগের বিষয় রয়েছে। পানি নিয়ে বাংলাদেশের সব মানুষ একাট্টা। পানির স্বার্থে  আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টির মধ্যে কোনো বিভাজন নেই। পানি আমাদের প্রাণ।’
 
আসাদুজ্জামান রিপন বলেন, ‘এখন সরকারেরই দায়িত্ব এই বিষয়গুলো তুলে ধরা।’
 
ড. রিপন ভারতের আন্তঃনদী প্রকল্পের বর্তমান অবস্থা জানতে সরকারকে প্রয়োজনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনারকে ডেকে পাঠানোরও আহ্বান জানান। তিনি বলেন, ‘এই ইস্যুটি শুধু পানিসম্পদ মন্ত্রণালয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে, পররাষ্ট্র মন্ত্রণালয়কেও যুক্ত করা উচিত।’
 
রিপন বলেন, ‘বাংলাদেশকে না জানিয়ে ভারত যদি এই প্রকল্পের কাজ শুরু করে তখন সরকারের আর কিছু করার থাকবে না। তাই অতি দ্রুত বাংলাদেশকে ভারত সরকারের ওপর চাপ প্রয়োগ করতে হবে। জরুরি ভিত্তিতে আলোচনায় বসতে হবে। এই ইস্যুতে সরকারকে বিএনপি সকল ধরনের সাহায্য করতে প্রস্তুত।’

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top