মুম্বাইয়ে
মঙ্গলবার আসর বসেছিল ভোগ বিউটি অ্যাওয়ার্ডসের। সেখানে উপস্থিত ছিলেন
আনুশকা শর্মা ও তার প্রেমিক ক্রিকেটার বিরাট কোহলি। সেখানে ক্যামেরার ফোকাস
তাদের দিকে তাক করা হলেও পরস্পরের প্রতি গভীর মুগদ্ধতায় তাকিয়ে ছিলেন
তারা।
সম্প্রতি
লন্ডনের কোহলির সঙ্গে ছুটি কাটিয়ে মুম্বাই ফিরেছেন তারা। অনুষ্ঠানের যোগ
দিতে এসে নিজেদের অবকাশযাপনের বিষয়ে কথা বলেছেন আনুশকা। এনডিটিভিকে নিজেদের
সুন্দর মুহূর্তগুলোকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, বিরাট আমার জন্য
খুব সুদর্শন আর্ম ক্যান্ডি।
আনুশকা
বলেন, অবকাশ যাপন করতে পেরে আমি খুব খুশি। আমার পর পর চারটি ছবি মুক্তি
পেয়েছে। এখন আমি কিছুটা স্বস্তি বোধ করছি। এখন করণের ছবিতে কাজ করার জন্য
মুখিয়ে আছি।
চলতি
বছর আনুশকা অভিনীত ‘এনএইচ১০’, ‘বোম্বে ভেলভেট’ ও দিল ‘ধাকানে দো’ ছবি
মুক্তি পেয়েছে। এর আগে গত বছরের শেষের দিকে মুক্তি পেয়েছিল ‘পিকে’। এখন
তিনি করণ জোহরের পরিচালনায় ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে কাজ করছেন।
সেখানে আরো আছেন ঐশ্বরিয়া রায় ও রণবীর কাপুর। সূত্র: এনডিটিভি।