শুক্রবার লর্ডসের মাটিতে অনন্য এক কীর্তির মালিক হলেন স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ার এই তরুণ ব্যাটসম্যান এদিন দেখা পেয়েছেন তার টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবলসেঞ্চুরির। তবে কীর্তিটা এখানে নয়; স্মিথের ডাবলসেঞ্চুরিটা অনন্য হয়ে রইল অন্য এক কারণে। সেই ১৯৯৩ সালের ২২ জুলাই ইংল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছিলেন সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার। এরপর এত বছরে ইংলিশদের মাটিতে টেস্ট খেলতে নেমে ডাবলসেঞ্চুরি করার কৃতিত্ব দেখাতে পারেননি আর কোনো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। শুক্রবার সেই খরা দূর করলেন ২৬ বছর বয়সী স্টিভেন স্মিথ। জো রুটের বলে এলবিডব্লিউ হওয়ার আগে তিনি করেছেন ২১৫ রান। স্মিথের ডাবলসেঞ্চুরি ও ওপেনার ক্রিস রজার্সের ১৭৩ রানের দাঁড়িয়ে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ৮ উইকেটে ৫৬৬ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। জবাবে এই রিপোর্ট লেখা অব্দি প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ২৩ রান। স্টিভেন স্মিথের টেস্টে এটি প্রথম ডাবল সেঞ্চুরি। এর আগে গত বছর নিজ মাটিতে ভারতের বিপক্ষে ১৯২ এবং চলতি বছর স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৯ রানে আউট হয়েছিলেন মাত্র ৩০ টেস্ট (চলমান টেস্টসহ) খেলে ১০ সেঞ্চুরির মালিক বনে যাওয়া স্মিথ। এদিকে, বিদেশের মাটিতে এটি ৯ বছর পর কোনো অস্ট্রেলিয়ান ক্রিকেটারের ডাবলসেঞ্চুরির রেকর্ড। সর্বশেষ ২০০৬ সালের ১৬ এপ্রিল স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ২০১ রানের হার না মানা ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার জেশন গিলেস্পি। উল্লেখ্য, লর্ডসে চলছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট। শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিন। প্রথম টেস্টে জয় পাওয়ায় ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংলিশরা।