নওগাঁয় পিস্তলসহ ৪ যুবক আটক

S M Ashraful Azom
নওগাঁয় দেশীয় তৈরী পিস্তলসহ ৪ যুবককে আটক করেছে পুলিশ। রবিবার রাত ১০ টার দিকে সদর উপজেলার দপ্তরিপাড়া থেকে তাদের আটক করা হয়। 
আটককৃতরা হলেন, সদর উপজেলার দপ্তরিপাড়ার সোলায়মান আলীর ছেলে মো: আলামিন (৩৬), মো: আহসানুল্লাহের ছেলে আব্দুল্লাহ সিদ্দিক (৩২), ফরিদুল ইসলামের ছেলে মো: সৌকত (২১) ও ঘোষপাড়ার হোসেন মন্ডলের ছেলে ইনতিয়াজ রানা (৩৪)।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকিরুল ইসলাম জানান, রবিবার রাত সাড়ে ৯ টার পরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দপ্তরিপাড়ার নজরুল ইসলামের বাসার আশে-পাশে ৪ যুবক রাত ৮টা থেকে ঘোরাফেরা করছে। এমন তথ্যের ভিত্তিতে দ্রুত এক অভিযান চালিয়ে ওই আটককৃত ৪ যুবকের কাছ থেকে দেশীয় তৈরী পিস্তল উদ্ধার করা হয়।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এলাকায় নাশকতা ঘটানোর জন্যে তারা ওই এলাকায় অবস্থান নেয়। এ ব্যাপারে রাতেই একটি মামলা দায়ের করা হয়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top