ছুটি শেষে মুশফিকদের অনুশীলন আজ

S M Ashraful Azom
বাংলাদেশ ক্রিকেট দল চট্টগ্রাম থেকে ফিরে গতকাল এক দিনের সংক্ষিপ্ত ছুটি কাটানোর পর আজ থেকে ঢাকা টেস্টের জন্য প্রস্তুতি নিতে শুরু করবে । গতকাল বিমানে চট্টগ্রাম থেকে ঢাকা আসার পর সারা দিন ছুটির মেজাজে ছিল পুরো দলই। চট্টগ্রাম পর্ব শেষ করে মুশফিকুর রহীমের দলের সঙ্গেই ঢাকায় ফিরেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।
বৃষ্টি বিঘ্নিত প্রথম টেস্ট শেষে গতকাল অনানুষ্ঠানিক ছুটি কাটায় বাংলাদেশ দল। ফলে হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নেমে টিম হোটেলে না ফিরে ব্যক্তিগত গাড়িতে চড়ে বসেন প্রায় সবাই। নিজেদের মতোই ঘুরে ফিরে দিন কাটান ক্রিকেটাররা।
বোর্ডের কঠোর নির্দেশের কারণে কথা বলতে রাজি হননি কেউই। চট্টগ্রাম টেস্টে প্রথম অর্ধশতকের দেখা পাওয়া লিটন দাস বার বার মনে করিয়ে দিলেন সেটা। রাজি হননি কোন বিষয়েই মন্তব্য করতে। শুধু জানান, দলের অন্য সবার মতোই ছুটির মেজাজে কাটিয়েছেন পুরো দিন।
আজ থেকেই অবশ্য টেস্ট জয়ের প্রস্তুতি নিতে শুরু করবেন সবাই। মিরপুরে চলবে অনুশীলন। তবে বৃষ্টির শঙ্কা মাথায় রেখে বলা চলে অনুশীলনের বেশিরভাগটা হয়তো করতে হবে ইনডোরেই।
ক্রিকেটারদের অবশ্য গতকাল রাতের মধ্যেই আবারও হোটেলে এসে দলের সাথে যুক্ত হবার কথা ছিল।
আগামী বৃহস্পতিবার মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু হবে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
চট্টগ্রামে প্রথম টেস্টের আগে তৃতীয় ও শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ এ জিতে নেয় বাংলাদেশ। এরপর চট্টগ্রাম টেস্টেও শক্তিশালী দক্ষিণ আফ্রিকা দলের বিরুদ্ধে দাপুটে নৈপুণ্য দেখায় বাংলাদেশ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top