টাইজেনের আরো কয়েকটি হ্যান্ডসেট বাজারে ছাড়বে স্যামসাং

S M Ashraful Azom


মার্কিন বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্যামসাং চলতি বছরে আরো নুতন কয়েকটি টাইজেন স্মার্ট ফোন হ্যান্ডসেট বাজারে ছাড়বে। নতুন আসতে যাওয়া এই ডিভাইসগুলো বিভিন্ন দরে বিক্রি হবে


তবে ঠিক কী ধরনের হ্যান্ডসেট তারা বাজারে ছাড়তে যাচ্ছে সে বিষয়ে নিশ্চিত করে কিছুই বলেনি স্যামসাং। অবশ্য, সম্প্রতি ফাঁস হওয়া এক তথ্য থেকে জানা গেছে কোরিয়ান এই মোবাইল জায়ান্ট মধ্যম মানের হার্ডওয়্যার নিয়ে কাজ করছে


তবে কোম্পানিটির টাইজেন সিরিজের নতুন নতুন হ্যান্ডসেট বাজারে আনার ঘোষণায় লোকে খুব একটা বিস্মিত হয় না। টাইজেন সিরিজের ১০০ মার্কিন ডলার মূল্যের স্যামসাং জেড ওয়ান ফোনটি ভারতের বাজারে ইতোমধ্যেই ১০ লাখ পিস বিক্রির মাইলফলক অতিক্রম করে গেছে। মাত্র ছয় মাসের মধ্যেই এই সাফল্য অর্জনে সক্ষম হয় স্যামসাং জেড ওয়ান

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top