আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে আসার পর দেশেও কমানো হলো স্বর্ণের দাম। ভরিপ্রতি প্রায় দেড় হাজার টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪২ হাজার ৯৮২ টাকা। বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক এনামুল হক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে নতুন দর নির্ধারণ করা হয়েছে, যা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ ৪২ হাজার ৯৮২ টাকা, ২১ ক্যারেট ৪০ হাজার ৮৮২ টাকা এবং ১৮ ক্যারেট ৩৪ হাজার ২৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতনী স্বর্ণ প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৮৬১ টাকা। স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রূপার (ক্যাডমিয়াম) দামও। প্রতিভরি ২১ ক্যারেট রূপার দাম ৯৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস জানায়, বুধবার পর্যন্ত প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণ ৪৪ হাজার ৫২১ টাকা, ২১ ক্যারেট ৪২ হাজার ৪২২ টাকা এবং ১৮ ক্যারেট ৩৫ হাজার ৭৭৩ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া এ দিন পর্যন্ত সনাতনী স্বর্ণ প্রতিভরি ২৪ হাজার ৮৬ টাকা ও রূপা ১ হাজার ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে সব মানের স্বর্ণ ও রূপা ঘোষিত নতুন দরে বিক্রি হবে। সর্বশেষ গত ৯ মার্চ স্বর্ণ ও রূপার দাম বাড়ানো হয়েছিল। প্রসঙ্গত, গত সোমবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে আউন্সপ্রতি (২৮.৩৫ গ্রাম) ১ হাজার ৮৮ ডলারে নেমে আসে, যা ২০১০ সালের ২৬ মার্চের পর থেকে স্বর্ণের সর্বনিম্ন দাম। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়া বা কমার প্রেক্ষিতে দেশীয় বাজারেও দাম সমন্বয় করে থাকে বাজুস।