সাভারে নারী শ্রমিকের লাশ উদ্ধার

S M Ashraful Azom
সাভারের ভাগলপুর এলাকা থেকে রুমা আক্তার (২০) নামে এক নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী সাজু মিয়াকে আটক করা হয়েছে। গতকাল শনিবার ভাগলপুর বালুঘাট এলাকার একটি বাড়ি থেকে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত রুমা আক্তার স্থানীয় জে.কে গার্মেন্টসে সুইং সহকারী হিসেবে কাজ করতেন। সাভার মডেল থানার এসআই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে বিষয়টি হত্যা না আত্মহত্যা তা নিয়ে সন্দেহ থাকায় নিহতের স্বামী সাজু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top