ওয়াশিংটন ও
হাভানায় পুনরায় দূতাবাস খোলার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও কিউবা একটি সমঝোতায়
পৌঁছেছে। কয়েক দশকের স্নায়ু যুদ্ধের শত্রুতার অবসানের ক্ষেত্রে একে একটি বড়
পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
হোয়াইট
হাউসের রোজ গার্ডেনে বুধবার স্থানীয় সময় বেলা ১১টায় প্রেসিডেন্ট বারাক
ওবামা সমঝোতার ব্যাপারে একটি বিবৃতি দেন । এটি তার মেয়াদ কালের বৈদেশিক
নীতির ক্ষেত্রে অন্যতম বড় অর্জন। মার্কিন এক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ও
কিউবার মধ্যে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং উভয় দেশের রাজধানীতে
দূতাবাস খোলার ব্যাপারে দেশ দুটির সমঝোতায় পৌঁছার বিষয়ে আমরা কাল
আনুষ্ঠানিক ঘোষণা দেবো। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে দীর্ঘ পাঁচ
দশক ধরেই কূটনৈতিক সম্পর্ক নেই।