নাশকতার চার মামলায় রিজভীর জামিন

S M Ashraful Azom
বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে নাশকতার চারটি মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। এসব মামলার বিরুদ্ধে করা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে এই জামিন দেয়া হয়েছে। বুধবার বিচারপতি মোহম্মদ রেজাউল হক ও বিচারপতি মোহম্মদ খসরুজ্জামানের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
 
মিরপুর ও পল্লবী থানার দায়ের করা চারটি মামলায় বিশেষ আইনে রিজভীকে গ্রেফতার দেখায় পুলিশ। এসব মামলায় তিনি দ্রুত বিচার ট্রাইব্যুনালের জামিন নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। ঐ আপিলের উপর শুনানি শেষে আজ জামিন মঞ্জুর করে আদালত।
 
রিজভীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবদীন মেজবাহ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top