লিবিয়ার উপকূলে ২৭০০ অভিবাসী উদ্ধার

S M Ashraful Azom
লিবিয়ার উপকূল থেকে প্রায় ২৭০০ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। ১৩টি নৌকায় সাগরভাসা ওই সব অভিবাসীকে উদ্ধারের তথ্য দিয়েছে ইতালির কোস্টগার্ড। এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ খবর দিয়েছে আলজাজিরা। খবরে বলা হয়, ইতালীয় কোস্টগার্ডের এই উদ্ধার অভিযানে সহায়তা করেছে জার্মান নৌবাহিনীর একটি উদ্ধার-জাহাজ। এ ছাড়া অভিযানে যোগ দিয়েছিল সেবামূলক দাতব্য সংস্থা ডক্টর্স উইদাউট বর্ডার্সের একটি উদ্ধার-জাহাজ। ইতালির কোস্টগার্ডের এক মুখপাত্র জানিয়েছেন, লিবিয়ার উপকূলের ৫৫ কিলোমিটার কাছে এ সব উদ্ধার অভিযান চালানো হয় বুধবার। গত সপ্তাহে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, চলতি বছরে সাগরপথে দেড় লাখ অভিবাসী ইউরোপে পৌঁছেছে। এদের বেশিরভাগই আশ্রয় নিয়েছে গ্রিস ও ইতালিতে। আইওএমের পরিসংখ্যান অনুযায়ী, চলকি বছরের প্রথম ছয় মাসে অন্তত ভূমধ্যসাগরে ডুবে ১৯০০ অভিবাসীর মৃত্যু হয়েছে। শরণার্থী বিষয়ক জাতিসংঘের সংস্থা শুক্রবার জানিয়েছে, গ্রিসে প্রতিদিন এক হাজার মতো শরণার্থী প্রবেশ করছে যা সামলাতে হিমশিম খাচ্ছে দেশটি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top