হলিউডের প্রথম সারির জুটি অ্যাস্টন কুচার ও মিলা কুনিস বিয়ে করেছেন। একটি সূত্রের বরাত দিয়ে পিপল ডট কম এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ের ৪ তারিখ মিলা ও কুচার বিয়ে করেছেন। তবে এ বিষয়ে কারো মন্তব্য পাওয়া যায়নি।
গত বছরের অক্টোবরে দুইজন মেয়ে সন্তানের বাবা-মা হয়েছে। শোনা যাচ্ছে, মিলা নাকি আবারো মা হতে যাচ্ছেন।
টিভি সিরিজ ‘দ্যাট সেভেনটিস শো’তে মিলা (৩১) ও কুচার (৩৭) যথাক্রমে কেলসো ও জ্যাকির চরিত্রে অভিনয় করেছিলেন। ১৯৯৮ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সিরিজটি চলে।
অস্টিন কুচার এর আগে অভিনেত্রী ডেমি মুরকে বিয়ে করেছিলেন। ২০১১ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। ২০১২ থেকে মিলার সাথে প্রেম করছেন কুচার। তবে মিলার যখন ১৪ বছর বয়স তখন থেকেই নাকি পরস্পরকে চিনতেন বলে শোনা যায়। সূত্র: এনডিটিভি।