ফ্রান্সের
প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ সোমবার এলিসি প্রাসাদে ‘সামিট অব কনশান্স ফর
দ্য ক্লাইমেট’ অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ বক্তাদের সম্মানে আয়োজিত নৈশভোজে
নোবেল শান্তি পুরস্কাার জয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে অভ্যর্থনা জানান। এ
বছর ৩০ নভেম্বও থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত প্যারিসে অনুষ্ঠেয় জলবাযু
পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের পাঁচ মাস পূর্বে এই সম্মেলন
অনুষ্ঠিত হয়।
সামিটে
প্রফেসর মুহাম্মদ ইউনূস ‘হোয়াই ডু আই কেয়ার’ শীর্ষক বক্তব্যে তার মতামত
তুলে ধরেন। ‘হোয়াই ডু আই কেয়ার’ এই সামিটের স্লোগান, যা বৈশ্বিক তাপমাত্রা
বৃদ্ধির মূল কারণ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনতে প্রত্যেক ব্যক্তিকে
উত্সাহিত করে।