সেবা হটনিউজ ডেস্কঃ
ট্রেনের ছাদ থেকে পড়ে লালন (১৮) নামে এক যুবক মারা গেছে। বুধবার বুধবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।সে মেলান্দহ উপজেলার কাঙালকোষা গ্রামের সুরুজ আলীর ছেলে।স'ানীয়রা জানায়, দেওয়ানগঞ্জ থেকে আগত ঢাকাগামী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেক্স ট্রেনটি মেলান্দহ রেল স্টেশনে এসে দাঁড়ায়। নিহত লালন ঢাকা যাওয়ার জন্য ওই ট্রেনের ছাদে উঠে। কিন' ট্রেনটি জামালপুর-মেলান্দহ রেল স্টেশনের দুরমুঠ এলাকার কাঙালকোষায় পৌঁছলে ট্রেনের ছাদ থেকে লালন হঠাৎ নিচে পড়ে গিয়ে ঘটনাস'লেই মারা যায়। জামালপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাল উদ্দিন জানান, লাশ উদ্ধারের জন্য ঘটনাস'লে পুলিশ পাঠানো হয়েছে।
ট্রেনের ছাদ থেকে পড়ে লালন (১৮) নামে এক যুবক মারা গেছে। বুধবার বুধবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।সে মেলান্দহ উপজেলার কাঙালকোষা গ্রামের সুরুজ আলীর ছেলে।স'ানীয়রা জানায়, দেওয়ানগঞ্জ থেকে আগত ঢাকাগামী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেক্স ট্রেনটি মেলান্দহ রেল স্টেশনে এসে দাঁড়ায়। নিহত লালন ঢাকা যাওয়ার জন্য ওই ট্রেনের ছাদে উঠে। কিন' ট্রেনটি জামালপুর-মেলান্দহ রেল স্টেশনের দুরমুঠ এলাকার কাঙালকোষায় পৌঁছলে ট্রেনের ছাদ থেকে লালন হঠাৎ নিচে পড়ে গিয়ে ঘটনাস'লেই মারা যায়। জামালপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাল উদ্দিন জানান, লাশ উদ্ধারের জন্য ঘটনাস'লে পুলিশ পাঠানো হয়েছে।