শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার মধ্যে শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বুধবার (১৫ জুলাই) বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় মহিলাদের প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, আওয়ামী লীগ সরকার সন্ত্রাস-জঙ্গিবাদ কঠোর হস্তে দমন করায় এখন দেশের মানুষ শান্তিতে বসবাস করছে। তথ্য-প্রযুক্তিতে দেশ অনেক এগিয়েছে। আউটসোর্সিংয়ের মাধ্যমে বেকার যুবকেরা ঘরে বসেই উপার্জনের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন।
তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত জোটের অপরাজনীতি এবং জ্বালাও-পোড়াও না হলে দেশ আরো এগিয়ে যেত।
আউটসোর্সিং প্রতিষ্ঠান বিগ বস কম্পিউটার্সের আয়োজনে ও সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, আমজাদ হোসেন মিলন এমপি, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার ইকবাল আখতার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিন্নাহ আলমাজী ও বিগ বস কম্পিউটার্সের চেয়ারম্যান সিদ্দিক হোসেন বক্তব্য রাখেন।
এরপর মন্ত্রী সুইচ টিপে তার নির্বাচনী এলাকা কাজীপুরে রোড লাইট বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।
এরআগে তিনি রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিন্নাহ আলমাজী আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন।