মানুষ মাত্রই কোনো না কোনোভাবে ভূমির ওপর
নির্ভরশীল। আমাদের মতো কৃষিনির্ভর দেশে এই ভূমির গুরুত্ব আরও বেশি।
জনসংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকায় ভূমি নিয়ে সংকটও বাড়ছে। বিভিন্ন কারণে এ
দেশে ভূমি ব্যবস্থাপনা ও ভূমি আইনের জটিলতা আবহমান কাল ধরে চলে আসছে। ভূমি
আপিল বোর্ড মূলত বিভাগীয় পর্যায়ের ভূমি রাজস্ব সংক্রান্ত সকল বিধিবদ্ধ,
আপিল, রিভিশন, বিবিধ ও অর্পিত সম্পত্তি সম্পর্কিত আবেদন গ্রহণ এবং
নিষ্পত্তি করে থাকে। বর্তমানে ভূমি ও ভূমি রাজস্ব সম্পর্কিত চলমান মামলার
সংখ্যা নয় শতাধিক। ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ভূমি বিষয়ক আইনের অধীনে
ভূমি আপিল বোর্ড (lab.portal.gov.bd) যেসব বিষয়ে আপিল/রিভিশন নিষ্পত্তি
করে, সেগুলোর মধ্যে অন্যতম ভূমি সংক্রান্ত মামলা; নামজারী ও জলমহাল
সংক্রান্ত মামলা; সায়রাত ও জলমহাল সংক্রান্ত মামলা; ভূমি রেকর্ড সম্পর্কিত
মামলা; ভূমি উন্নয়ন কর সার্টিফিকেট মামলা প্রভৃতি। প্রয়োজনীয়তার
প্রেক্ষাপটে সম্প্রতি ভূমি আপিল বোর্ড প্রস্তাবিত ডেভেলপমেন্ট অব ওয়েব বেজড
ল্যান্ড আপিল কেস ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন সিস্টেম অ্যান্ড ডিজিটাল
লাইব্রেরি ফর ল্যান্ড আপিল বোর্ড নামক একটি কর্মসূচি অনুমোদিত হয়। এই
কার্যক্রম চালুর ফলে বোর্ডের বিচারের ক্ষেত্রে বাংলাদেশের যেকোনো স্থান
থেকে যেকোনো সময় মামলার সর্বশেষ অবস্থান/গতি-প্রকৃতি সম্পর্কে
বিচারপ্রার্থী জনগণ সরাসরি অবহিত হতে পারবেন। একইসাথে বিচারপ্রার্থীর সময় ও
অর্থ অপচয় লাঘব হবে। এই কর্মসূচি বাস্তবায়নে বোর্ডের মামলা নিষ্পত্তিতে
গতিশীলতা, দক্ষতা এবং স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে। বর্তমান ডিজিটাল পদ্ধতিতে
ব্যবহারকারীরা পুরোনো এবং নিষ্পত্তিকৃত মামলার তথ্যসমূহ সরাসরি স্ক্যান করে
মামলার নম্বর অথবা বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন নির্বাচিত করে খুঁজলে
(Search/অনুসন্ধান) প্রয়োজনীয় মামলার হদিশ মিলবে। সেখানে প্রয়োজনীয় সমস্ত
কাগজাদির স্ক্যান কপি আছে, যেখান থেকে যে কেউ যেকোনো স্থানের কম্পিউটার
থেকে প্রিন্ট নিতে পারবে। চলমান মামলাগুলোয় ধারাবাহিকভাবে তথ্য আপডেট করা
হচ্ছে। বাদী, বিবাদী বা তাদের উকিলরা তাদের মামলা নম্বর এবং মোবাইল নম্বর
পূরণ করে তাদের মামলার বর্তমান অবস্থা জানতে পারবেন। মামলার এ পর্যন্ত
প্রয়োজনীয় জমাকৃত এবং রায়কৃত অংশের স্ক্যান কপির প্রিন্ট নিতে পারবেন।
মামলার শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ হলে বাদী, বিবাদী, তাদের উকিল এবং
মাননীয় বিচারকগণ তাদের মোবাইলে স্বয়ংক্রিয়ভাবে এ সংক্রান্ত এসএমএস (SMS)
পাবেন। চলমান মামলার কোনো ধাপ (Step) পরিবর্তন হলে সংশ্লিষ্টগণ তাদের
মোবাইলে স্বয়ংক্রিয়ভাবে এ সংক্রান্ত এসএমএস (SMS) পাবেন। কোনো মামলা
শুনানির জন্য গৃহীত হলে সংশ্লিষ্টগণ তাদের মোবাইলে স্বয়ংক্রিয়ভাবে এ
সংক্রান্ত এসএমএস (SMS) পাবেন। উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয়াধীন ভূমি আপিল
বোর্ড ডিজিটাইজেশনে সহায়তা করেছে ইয়ার ২০০০ কোম্পানি লিমিটেড নামে একটি
প্রতিষ্ঠান।