প্রধানমন্ত্রী ও স্বজনদের নামের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধের অনুরোধ

S M Ashraful Azom
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ, বোন শেখ রেহানা ও রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববির নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোনো পেজ পরিচালিত হয় না বলে জানিয়েছে আওয়ামী লীগ।

শনিবার রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পেজগুলো বন্ধ করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়ে আওয়ামী লীগের পেজে দেয়া ওই পোস্টে বলা হয়, "আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, কিছু কিছু ফেসবুক পেজ বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ও বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের নামে নানাবিধ বিভ্রান্তিমূলক আপডেট ও খবর প্রকাশ করছে।"

"অনেক পেজের বিবরণে আবার এডমিনরা লিখছেন ‘এই পেজ অফিসিয়াল’ কিংবা তাদের (মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্য) ‘তত্ত্বাবধানে পরিচালিত’; এই তথ্য সম্পূর্ণরূপে বানোয়াট।"

"একটি বিশেষ ঘোষণা' শীর্ষক ওই পোস্টে বলা হয়েছে, দেশবাসীকে আমরা দৃঢ়তার সাথে জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ও বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন পুতুল কর্তৃক কোন ফেসবুক পেজ পরিচালিত হয় না।"

প্রধানমন্ত্রী, তার পরিবারের সদস্য ও আওয়ামী লীগের নামে পরিচালিত কয়েকটি বিভ্রান্তিমূলক ফেসবুক পেজের লিঙ্ক ওই পোস্টে সংযুক্ত করে বলা হয়, “এই সকল পেজের এডমিনদের বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে পেজগুলো 'Unpublished' করার জন্য।”

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top