'শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে'

S M Ashraful Azom
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেছেন, জাতীয় শোক দিবসে দেশ গড়ার অঙ্গীকার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোটের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির প্রথম দিনে আয়োজিত সমাবেশ ও শোক র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোটের সভাপতি সালাউদ্দিন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোটের সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের ও ঢাকা মহানগর শাখার আহবায়ক আলিমুজ্জামান আলম।

রামেন্দু মজুমদার বলেন, শতাব্দীর মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম না হলে আজ আমরা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র এবং জাতীয় সংগীত ও লাল সবুজের একটি পতাকা পেতাম না।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় না এলে দেশের যে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড হচ্ছে তা যেমন হতো না তেমনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডের ও মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধেরও বিচার হতো না।

গোলাম কুদ্দুস বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে মিথ্যা জম্মদিন পালন করলে সাংস্কৃতিক কর্মীরা তার বাড়ি ঘেরাও করবে। -বাসস
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top