আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী চাইলে প্রেসিডেন্টের সঙ্গে পরামর্শ করে যেকোনো সময় মধ্যবর্তী নির্বাচন দিতে পারেন। তবে এ ধরনের কোনো আলোচনা দল বা সরকারে হয়নি। শোকের মাসের প্রথম দিনে শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সৈয়দ আশরাফ বলেন, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। নির্বাচন বর্জন করে কোনো লাভ হয় না। বিএনপির উদ্দেশে তিনি বলেন, আপনারা আসুন আগামী নির্বাচনে অংশ নিন। নির্বাচন করা সম্ভব না হলেও নির্বাচন বর্জন করা উচিত না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ১৫ আগস্ট জন্মদিন পালন না করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, এ দিন আপনার জন্মদিন হলেও ১৬ আগস্ট তা পালন করতে পারেন। বৃটেনের রাণীর জন্মদিন শীতকালে হলেও তিনি তা পালন করেন গ্রীষ্মকালে। এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ইউসুফ হোসেন হুমায়ুন, সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, মিসবাহ উদ্দিন সিরাজ, আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু, সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও এ বি তাজুল ইসলাম। ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীম, এস এম কামাল হোসেন, সুজিৎ রায় নন্দী, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রমুখ উপস্থিত ছিলেন। জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং আওয়ামী লীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানান। পরে আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠন জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানায়। এরপর মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।