আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের পরিবারের একটি ব্যক্তিগত বিমান ইংল্যান্ডের দক্ষিণাঞ্চল হ্যাম্পশায়ারে বিধ্বস্ত হয়েছে। এতে ৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে প্রয়াত আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সৎ মা ও সৎ বোন ছিল। খবর বিবিসির। সৌদি আরবে নিবন্ধিত এমব্রেসার ফেনম ৩০০ মডেলের বিমানটি শুক্রবার ব্ল্যাকবুশে বিমানবন্দরে বিধ্বস্ত হয়। পুলিশের ওই মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, শুক্রবারের ওই দুর্ঘটনায় কেউ বেঁচে নেই। চালকসহ বিমানটিতে চারজন ছিলেন। এদিকে ব্রিটেনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্স মোহাম্মাদ বিন নাওয়াফ আল সৌদ দূতাবাসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে লাদেনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ডেইলি মেইলসহ কয়েকটি ব্রিটিশ গণমাধ্যমেও নিহতরা লাদেনের আত্মীয় বলে জানানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে হ্যাম্পশায়ার পুলিশ সার্ভিসের ওই মুখপাত্র জানিয়েছেন। বিন লাদেনের পরিবার সৌদি আরবের অন্যতম ধনাঢ্য হিসেবে খ্যাত। সৌদি রাজপরিবারের সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।সূত্র: বিবিসি, রয়টার্স