ক্রিকেটকে
রাজনীতির সঙ্গে গুলিয়ে না ফেলার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক
অধিনায়ক ওয়াসিম আকরাম। ডিসেম্বরে ভারত-পাকিস্তান মধ্যকার সম্ভাব্য সিরিজ
বাতিল করে দেয়ার খবরের প্রেক্ষিতে এমন মন্তব্য করেছেন সাবেক এই তারকা
পেসার।
করাচিতে
পাকিস্তানের জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আকরাম বলেন, ‘খেলাধুলাকে
রাজনীতির সঙ্গে মিশিয়ে ফেলা উচিত হবে না। কেননা ক্রিকেট উভয় দেশের জন্যই বড়
একটি শক্তি। আমার খেলোয়াড়ী সময়ে, ১৯৯৯ সালেও আমরা ভারত সফরে
গিয়েছিলাম—আজকের মতো ওই দেশ দু’টির মাঝে ওই সময়কার রাজনীতিক পরিস্থিতিও
ভিন্ন ছিলো না।’
অতি
সম্প্রতি পাকিস্তান-ভারত সীমান্তে অস্থিরতার প্রেক্ষিতে দেশ দু’টির
ক্রিকেট নিয়ে বিতর্কমূলক মন্তব্য করেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন— দেশ দু’টির
সীমান্তে সামপ্রতিক সংঘাতের কারণে আসন্ন ক্রিকেট সিরিজ বাতিল করা উচিত। তবে
গাঙ্গুলির এমন মন্তব্য যুক্তি সংগত মনে করছেন না ওয়াসিম আকরাম। তিনি
জানান, এমন উত্তেজনাকর পরিস্থিতি সত্ত্বেও নিজের ক্যারিয়ারের সময় ভারতের
বিপক্ষে খেলতে কোনো সমস্যা হয়নি।