ঋষি কাপুরকে বাবা বলে ডাকছেন ক্যাটরিনা!

S M Ashraful Azom
প্রায় এক বছর ধরে একসঙ্গে বসবাস করছেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। দেখে মনে হচ্ছে, শিগগিরই বিয়ে করার পরিবল্পনা রয়েছে তাদের। মজার ব্যাপার হলো, সম্প্রতি একটি পার্টিতে ক্যাটরিনা রণবীর কাপুরের বাবাকে ‘বাবা’ বলে ডেকেছেন।
 
ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, রণবীর ও ক্যাটরিনা পরস্পরের প্রতি যে অনেক বেশি অনুরক্ত। তাদের পরিবারও জানে যে, তাদের বিয়ে করার পরিকল্পনা রয়েছে। শুধু তাই নয় ঋষি কাপুরকে বাবা বলেও ডাকতে শুরু করেছেন ক্যাটরিনা।
 
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একটি পার্টিতে গিয়েছিলেন রণবীর ও ক্যাটরিনা। সেসময় ঋষি কাপুরের গালে হালকা করে ঠুকে দেন ক্যাটরিনা। ঋষিকে জিজ্ঞাস করেন, ‘বাবা, কেমন আছো?’
 
‘আজব প্রেম কি গজব কাহিনী’ ছবিতে অভিনয় করতে গিয়ে পরস্পরের প্রেমে পড়েন ক্যাটরিনা-রণবীর। কিন্তু বিষয়টি সামনে আসে যখন তাদের অবকাশযাপনের ছবি গণমাধ্যমে প্রকাশ হয়। এরপর রণবীর জানিয়েছেন, ২০১৬ সালে ক্যাটরিনাকে বিয়ে করবেন তিনি।
 
অন্যদিকে, ক্যাটরিনা নিজের ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে একদমই পছন্দ করেন না। তবে একটি সাক্ষাত্কারে একবার তিনি বলেছিলেন, রণবীর সম্পর্কে তার অনুভূতি অনেক বেশি সংরক্ষণমূলক।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top